Connect with us

ক্রিকেট

শ্বাসরুদ্ধ ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে ব্যাঙ্গালোরের জয়

Published

on

চেন্নাইয়ের চিপকে আগের দিন প্রায় হেরে যাওয়া ম্যাচ কলকাতার মুখ থেকে ছিনিয়ে জয়ের আনন্দে মাঠ ছাড়েন রোহিত। ভারতের সহ অধিনায়কের কাছ থেকে যেন সেই শিক্ষা নিয়ে মাঠে নেমেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। তাইতো ঠিক একইভাবে হায়দরাবাদের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন ব্যাঙ্গালোর অধিনায়ক। হারতে বসা ম্যাচে অবিশ্বাস্য কামব্যাক করে ওয়ার্নারদের ৬ রানে হারিয়ে আইপিএল ইতিহাসে প্রথমবার নিজেদের প্রথম দুই ম্যাচেই জয়ের ইতিহাস গড়ে কোহলির দল।

স্লো উইকেটে টসে হেরে আগে ব্যাট করতে নেমে রান তুলতে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল কোহলিদের। শুরুতেই ১৩ বলে ১১ করে করে বিদায় নেন দেবদূত পাড্ডিকেল। আরেক ওপেনার অধিনায়ক বিরাট কোহলি ৩৩ রান করতে বল খরচ করেন ২৯ টি। ৫ বলে ১ রান করে ফেরেন ডি ভিলিয়ার্স। তবে দলের হয়ে একাই লড়ে যান গ্লেন ম্যাক্সওয়েল। অসাধারণ ব্যাটিং করে ৩৬ বলে তুলে নেন আইপিএলে নিজের সপ্তম ফিফটি। তার ৪১ বলে ৩ ছক্কা ও ৫ বাউন্ডারিতে ৫৯ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৯ রান সংগ্রহ দাঁড় করায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ঋদ্ধিমান সাহা হারালেও দারুণ ব্যাটিং করে নিশ্চিত জয়ের দিকে দলকে এগিয়ে নিতে থাকেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও মানিষ পান্ডে। ৩১ বলে এবারে আসরে প্রথম ফিফটিও তুলেন হায়দরাবাদ অধিনায়ক। তবে ৩৭ বলে ৫৪ রান করে ফেরেন তিনি।

তার ফেরার সময় হায়দরাবাদের প্রয়োজন ৪০ বলে ৫১ রান। হাতে ছিল ৮ উইকেট। কিন্তু ইনিংসের ১৭তম ওভারে এসে ম্যাচের চিত্র পাল্টে দেন শাহবাজ আহমেদ। সেই ওভারে মাত্র ১ রান দিয়ে ফেরান বেয়ারস্টো, মানিষ পান্ডে ও সামাদ আহমেদকে। এরপর হোল্ডার-শঙ্কররা আর উঠে দাঁড়াতে পারেননি। রাশিদ খান ৯ বলে ১৭ রানের ইনিংস খেললেও তাতে কেবল হারের ব্যবধানই কমে। শেষ পর্যন্ত শেষ ৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯ উইকেটে ১৪৩ রানে থামে হায়দারাবাদের ইনিংস।

এএ

Advertisement
Advertisement

ক্রিকেট

অবসরের ইচ্ছা ছিল না রোহিতের, পরিস্থিতি বলছিল অন্য কথা

Published

on

ফাইনাল ম্যাচ শেষে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন ভিরাট কোহলি। একইরকম ঘোষণা এলো রোহিত শর্মার কাছ থেকেও। তিনি আর সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট খেলবেন না।

এটাই সঠিক সময় ভাবলেন রোহিত। অবসর নেওয়ার ইচ্ছা সেভাবে ছিল না। তবে পরিস্থিতি দেখে বুঝলেন, আর নয়। টি-টোয়েন্টি ক্রিকেটটা এখানেই থামিয়ে দেওয়া উচিত। অধিনায়ক হিসেবে শিরোপা জয়ের দিন, এমন মুহূর্ত তো প্রতিদিন আসে না।

সংবাদ সম্মেলনে গিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন রোহিত। দল হিসেবে শিরোপা তো পেয়েছেন। একজন ব্যাটসম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন ঠিকঠাক। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। মোট ৮ ইনিংস খেলে করেছেন ২৫৭ রান।

ফর্মটা ঠিকঠাক ছিল। তবুও অবসরের সিদ্ধান্ত কেন, ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘আমার পরিকল্পনা ছিল না আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়ার। কিন্তু এমন পরিস্থিতি ছিল, ভাবলাম এটাই ঠিকঠাক। বিশ্বকাপ জিতে বিদায় বলার থেকে তো আর ভালো কিছু হতে পারে না। এ কারণেই এমন সিদ্ধান্ত গ্রহণ করলাম।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিন ভারতীয় ক্রিকেটার। রোহিত ও কোহলির পর এই তালিকায় যুক্ত হয়েছেন রবীন্দ্র জাদেজা।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

আরসিবির কোচিং প্যানেলে যুক্ত হলেন কার্তিক

Published

on

দীনেশ কার্তিককে ব্যাটিং কোচ ও ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)।

কার্তিকের বয়স এখন চলছে ৩৯ বছর। তিনি আরসিবি’র স্কোয়াডে ছিলেন সবশেষ ২০২৪ আইপিএলেও। টুর্নামেন্ট শেষে সব সংস্করণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই উইকেটরক্ষক ব্যাটার। এই ক্রিকেটার ২০২২ সালের নিলামে আরসিবির সাথে যোগ দেন। এর আগে ২০১৫ সালে একবার এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি।

২০২৪ মৌসুমে ১৩ ইনিংস খেলে ৩২৬ রান সংগ্রহ করেন এই ক্রিকেটার। কার্তিক আরসিবির হয়ে সর্বমোট ৬০ ম্যাচ খেলেছেন, সংগ্রহ করেছেন ৯৩৭ রান। আরসিবির খেলোয়াড় হিসেবে ভিরাট কোহলির পর কার্তিক আছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে।

নতুন দায়িত্ব পেয়ে কার্তিক বলেন, ‘পেশাদার পর্যায়ে কোচিং করানো দারুণ উপভোগ্য ব্যাপার আমার জন্য। যার জন্য সত্যি বলতে জীবনের নতুন এই অধ্যায় নিয়ে আমি বেশ অনুরাগী।‘

এর আগে এ বছরের জানুয়ারিতে ইংল্যান্ড লায়ন’স যখন ভারত সফর করে, তখন ইংলিশদের কোচিং প্যানেলে যুক্ত হয়েছিলেন কার্তিক। ভারতে প্রস্তুতির জন্য সহকারী হিসেবে তাকে নিযুক্ত করেছিল তারা। সাধারণত ক্রিকেট ব্রডকাস্টিং ও ধারাভাষ্যকার হিসেবে নিজের ক্যারিয়ারকে এরমধ্যে অনেকটুকু সমৃদ্ধ করেছেন কার্তিক।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

ঘূর্ণিঝড়ের কবলে ভারতীয় দল, এখনো ফেরা হয়নি দেশে

Published

on

চ্যাম্পিয়ন দল ভারত আটকা পড়েছে বার্বাডোজে। ঘূর্ণিঝড়ের ফলে ব্রিজটাউনে বেশ খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চেষ্টা করছে দলকে দেশে ফিরিয়ে নিতে।

বেরিল নামের একটি ঘূর্ণিঝড় বেশ বিপজ্জনক অবস্থায় আছে ব্রিজটাউনে। ক্যাটাগরি ফোর বা চতুর্থ শ্রেণীর ঘূর্ণিঝড় হিসেবে একে চিহ্নিত করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এই ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ১৩০ মাইল পর্যন্ত। এর আগে এই সময়ে এমন ঝড় হয়নি ব্রিজটাউনে।

ফাইনালের রিজার্ভ ডে থাকায় পূর্ব সূচি অনুযায়ী এখনো বার্বাডোজেই থাকার কথা ছিল ভারতের। সেভাবেই তারা নিজেদের দেশে ফেরার সূচি সাজিয়েছিল। কিন্তু এমন প্রাকৃতিক দুর্যোগের কারণে তেমনটি সম্ভব হচ্ছে না আপাতত।

কোন উপায়ে দেশে ফিরবে ভারত তা নিয়ে বোর্ড সিদ্ধান্ত খুঁজছে। ভারতীয় দলের সংবর্ধনা দেওয়ার ব্যাপারটিও আছে আলোচনায়। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, এই পরিস্থিতি থেকে বের হওয়ার পর সংবর্ধনা বা এই সংক্রান্ত আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা হবে।

শনিবারের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা জিতেছে ভারত।

Advertisement

 

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত