Connect with us

বাংলাদেশ

কে কাকে চুমু খাচ্ছে তা নিয়ে এত মাতামাতি কেন: নুসরাত

Published

on

পেশা নয়, ব্যক্তিগত জীবন নিয়ে বিজেপির আগ্রহ বেশি বলে মন্তব্য করেছেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সংসদ নুসরাত জাহান। নদিয়ার চাপড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী রুকবানুর রহমানের সমর্থনে সভায় গিয়েছিলেন নুসরাত। সেই মঞ্চে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে এমন মন্তব্য করেন এই অভিনেত্রী।

ব্যাখ্যা করে নুসরাত জাহান বলেন, ‘ওরা কী গসিপ করে? কে কী খাচ্ছে? কে কাকে বিয়ে করেছে? কে কাকে চুমু খাচ্ছে? ধর্ম নিয়ে এত মাতামাতি কেন? আগে নিজের কর্মটা ঠিক করো। কিন্তু সেটা পারল না।’

গত বেশ কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন নুসরাত। স্বামী নিখিল জৈনর সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে, এ খবর কারও অজানা নয়। আইনত তাদের বিচ্ছেদ না হলেও নিখিল-নুসরাত আর এক সঙ্গে থাকছেন না।

তৃণমূল এই নেত্রীর সঙ্গে এখন নাম জড়িয়েছে এবারের নির্বাচনে চণ্ডীতলার বিজেপি প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্তর। শোনা যাচ্ছে, সুযোগ পেলেই এক সঙ্গে সময় কাটাচ্ছেন তারা। যদিও এই যুগল বিষয়টি অস্বীকার করে আসছেন।

এএ

Advertisement
Advertisement

জাতীয়

ফের পুলিশ মহাপরিদর্শক হলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

Published

on

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) হিসেবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শুক্রবার (৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১২ জুলাই ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে বাংলাদেশ পুলিশ-এর পুলিশ মহাপরিদর্শক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এর আগে গত বছরের ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রথম দফায় আইজিপি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মেয়াদ দেড় বছর বাড়িয়েছিল সরকার।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিসিএস ৮ম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৪ সালের ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

Advertisement

বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা হিসেবে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে যোগ দেন। গত বছরের মে মাসে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন।

এএম/

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

যুক্তরাজ্যে ফের নির্বাচিত আফসানা বেগম

Published

on

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে লেবার পার্টির মনোনয়নে এবারের নির্বাচনেও জয়লাভ করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুরের বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আফসানা বেগম।

তিনি জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকার বাসিন্দা মনির উদ্দিনের মেয়ে।

জানা যায়, লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় আফসানার জন্ম ও বেড়ে ওঠা। বাংলাদেশে তাদের আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। তার বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের সিভিক মেয়র ছিলেন। তিনি ছিলেন জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকার বাসিন্দা। আফসানা লেবার পার্টির লন্ডন রিজিয়ন শাখার সদস্য। দলটির টাওয়ার হ্যামলেটস শাখার সহ সভাপতিরও দায়িত্ব পালন করছেন তিনি। তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আবাসন বিভাগে কর্মরত।

জয়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, পুনরায় নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত। গাজায় যুদ্ধবিরতির আহ্বান, কট্টরপন্থার বিরোধিতা বা অভিবাসী অধিকারের পক্ষে কথা বলা হোক- আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যে সমস্যাই হোক না কেন পপলার অ্যান্ড লাইমহাউসের জনগণের পক্ষে দাঁড়াব।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন আফসানা বেগম। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টে সোচ্চার ভূমিকা পালন করে এবং গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়ে ব্যাপক আলোচনায় আসেন এমপি আফসানা বেগম।

Advertisement

এএম/

পুরো পরতিবেদনটি পড়ুন

বাংলাদেশ

ফুটবল টো ট্যাপে ঢাবি শিক্ষার্থীর বিশ্ব রেকর্ড

Published

on

সংগৃহীত ছবি

ফুটবল টো ট্যাপে বিশ্ব রেকর্ড করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাগীব শাহরিয়ার। ফুটবলে টো ট্যাপ হচ্ছে, পা বা বুটের সম্মুখভাগ দিয়ে ফুটবলে ক্রমাগত টোকা দেওয়া। ঢাবি শিক্ষার্থী রাগীব মিনিটে মোট ২২০ বার টোকা দিয়েছেন। স্বীকৃতি পেয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাগীব। তার দেশের বাড়ি ঝালকাঠি। তিনি অনেকদিন ধরে ফুটবলের এই অনুশীলনটি করে আসছিলেন। অবশেষে স্বীকৃতি মেলায় দারুণ খুশি রাগীব। পাশাপাশি তার পরিবার ও এলাকাবাসীরাও আনন্দিত।

ফুটবল টো ট্যাপে বিশ্ব রেকর্ডে এর আগের অবস্থান ছিল ২১২ বার। এবার রাগীব তা ছাড়িয়ে গেছেন। তবে পুরো প্রক্রিয়া বেশ জটিল ছিল বলে গণমাধ্যমে জানিয়েছেন তিনি। মূলত তার টো ট্যাপের ভিডিও ধারণ করা এবং তা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে পাঠানো; সেখানে উপস্থিত প্রমাণাদি- সবকিছু মিলিয়ে এই শিক্ষার্থী জানিয়েছেন তা জটিল ছিল।

অবশেষে স্বীকৃতি মেলায় অবশ্য এখন হাসিমুখেই আছেন রাগীব, তার বন্ধুরা ও পরিবারের সদস্যরা।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত