সোহরাওয়ার্দীতে যত গাছ কাটা হবে তার দশগুণ লাগানো হবে

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যত গাছ কাটা হবে তার দশগুণ গাছ লাগানো হবে। বললেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।

আজ মঙ্গলবার (১১ মে) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে এরই মধ্যে ৫০টি গাছ কাটা হয়েছে। আরও ৫০টি গাছ কাটা হবে। কাটা গাছগুলোর জায়গায় ১০০টি গাছ লাগানো হবে।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা আপাতত বন্ধ থাকবে। প্রয়োজনে নকশারও পরিবর্তন করা হতে পারে। আমি নিজে সরেজমিন পরিদর্শন করব এবং পরিবেশবিদদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা হবে। সেই কমিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পরীক্ষা-নিরীক্ষা, সরেজমিন পরিদর্শন ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা না বলে আপাতত কোনো গাছ কাটব না।

তিনি বলেন, যদি শুধু ওয়াকওয়ে নির্মাণের জন্য গাছ কাটা হয়ে থাকে তাহলে সেটা দুঃখজনক। কার পরামর্শে এমনটি ঘটেছে তাকে খুঁজে বের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Recommended For You