সহিংসতার মধ্যেই আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল

পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে উত্তেজনা-সংঘর্ষের মধ্যেও জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজে অংশ নিতে ফিলিস্তিনিদের ঢল নেমেছে। ইসরায়েলি হুমকি-ধামকি ও বিধিনিষেধ উপেক্ষা করেই বৃহস্পতিবার মসজিদটিতে ঈদের নামাজ আদায় করে কয়েক হাজার মুসল্লি।

তুরেস্কের সংবাদ সংস্থা আনাদুলো এজেন্সি জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্রমাগত বিমান হামলা ও আল-আকসায় তাণ্ডবের জেরে এবারের ঈদুল ফিতরের সব আয়োজন বাতিল করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এরপরও মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদটিতে মুসল্লিদের ঢল নামে।

আজ বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। তবে উদযাপনহীন রক্তাক্ত এক ঈদ পার করছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের এলাকাগুলোতে নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার সকালেও সেখানে বোমা হামলা চালানো হয়। বোমার শব্দে আজও ঘুম ভেঙেছে অনেক ফিলিস্তিনির।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। হামলায় ১৭ শিশুসহ নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯। আহত হয়েছে প্রায় ৪০০ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর দফায় দফায় বিমান হামলায় ধংসস্তুপে পরিণত হয়েছে অবরুদ্ধ ভূখণ্ডটি। ঈদের দিন বৃহস্পতিবার সকালেও অব্যাহত রয়েছে বোমা বর্ষণ। এর মধ্য দিয়েই উদযাপনবিহীন রক্তাক্ত ঈদ পার করছে ফিলিস্তিনিরা।

 

 

Recommended For You