সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা হবে সিনোফার্মের টিকা

চীনের সিনোফার্ম থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে করোনা ভ্যাকসিন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানালেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

আজ বুধবার (১৯ মে) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে করোনা ভ্যাকসিন ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে।

অর্থমন্ত্রী জানান, কালো টাকা বলব না, এটা অপ্রদর্শিত অর্থ। যা আমাদের সিস্টেমের কারণে প্রদর্শিত করতে পারেন না। তাই এ অপর্দশিত টাকা প্রদর্শিত না হওয়ার পর্যন্ত এ টাকার প্রদর্শনের সুযোগ দেয়া হবে।

মোস্তফা কামাল বলেন, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভায় অনুমোদনের জন্য ২টি এবং জরুরি প্রয়োজনে টেবিলে একটি প্রস্তাবসহ মোট তিনটি প্রস্তাব উত্থাপন করা হলে তিনটি প্রস্তাবেরই নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি কর্তৃক ২০২১-২০২২ অর্থবছরে ইউরিয়া সারের যোগান অব্যাহত রাখতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে মোট ১২ লাখ ৮০ হাজার টন ইউরিয়া সার আমদানির চুক্তি স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

Recommended For You