শেষ ম্যাচে সন্তুষ্টির জয় লঙ্কানদের

শ্রীলঙ্কাকে বাগে পেয়েও হোয়াইটওয়াশ করতে পারলো না বাংলাদেশ। শেষ ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে ৯৭ রানে পরাজয়বরণ করলো তামিম বাহিনী। মোসাদ্দেক ও মাহমুদুল্লাহ ছাড়া বলতে গেলে সকলেই ব্যর্থ ছিলেন। দলের বিপর্যয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়ে তুলতে ব্যর্থ হয় ব্যাটসম্যানরা। 

এই পরাজয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জিতে নিলো বাংলাদেশ। আর এটিই লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের প্রথম কোনও সিরিজ জয়।

২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেম ৪২.৩ ওভারে মাত্র ১৮৯ তুলতেই হারায় সব উইকেট। দলের হয়ে মাহমুদুল্লাহ সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন। পাশাপাশি মোসাদ্দেক হোসেনও ৫১ রানের ইনিংস খেলেন। বিপরীতে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ ধ্বসে দেন দুষমন্থ চামিরা। 

এর আগে লঙ্কান অধিনায়ক কুশল পেরেরার সেঞ্চুরি ও ধনঞ্জয়া ডি সিলভার দায়িত্বশীল ইনিংসে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়াকু পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ৬ উইকেটের ৪টিই তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। নির্ধারিত ৫০ ওভারে তাদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান। 

এস

Recommended For You