হজযাত্রা বাতিল করেছে ইন্দোনেশিয়া

গেল বছরের মতো এবারও হজ প্রত্যাশিদের সৌদি আরবে যেতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। আজ বৃহস্পতিবার মহামারি করোনাভাইরাসের উদ্বেগজনক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ইন্দোনেশিয়ার মন্ত্রিপরিষদ সচিবালয়ের তথ্যের উদ্বৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির অনেক মানুষের কাছেই তাদের জীবনের অন্যতম কাঙ্খিত বিষয় হলো হজ পালন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এই অনুষ্ঠানে অংশ নিতে কোটা পদ্ধতির কারণে ইন্দোনেশিয়ার অনেক নাগরিককে গড়ে প্রায় ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।

এক বিবৃতিতে ধর্মমন্ত্রী ইয়াকুত চোলিল কওমাস জানান, হজ যাত্রার সুরক্ষা এবং মহামারির কারণে চলতি বছরও ইন্দোনেশিয়ার নাগরিকদের হজে অংশ নেওয়ার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অনুমতি দেয়নি সৌদি আরবও।

শুধু ইন্দোনেশিয়াই নয় বরং কোনো দেশই এখনো হজের কোটা বরাদ্দ পায়নি। কারণ, এখন পর্যন্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। তাই হজের উদ্দেশে ইতোমধ্যে যারা অর্থ জমা দিয়েছে তারা আগামী বছর হজ পালনের সুযোগ পাবে বলে জানান ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী।

এদিকে, করোনা মহামারি নিয়ন্ত্রণে আসায় ১১টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। গেল রোববার থেকেই উপসাগরীয় দেশটিতে প্রবেশ করতে পারছে দেশগুলোর পর্যটকরা। তবে তাদের মেনে চলতে হচ্ছে কোয়ারেন্টিন বিধি।

 

এসএন

Recommended For You