যেভাবে বলিউডে যাত্রা দিশা পাটানির

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। সহজ কথা নয়। যেখানে পরিবারতন্ত্রের চর্চা বেশ শক্তভাবে চলে, সেখানে তারকার সন্তান বা পরিবারের কেউ না হলে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে শত পরীক্ষার মধ্য দিয়ে আসতে হয়। আর সেভাবেই নিজের অবস্থান গড়েছেন তিনি।

সুশান্ত সিং রাজ পুতের বিপরীতে ‘এমএস ধোনি’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন দিশা। প্রথম সিনেমা দিয়েই নজর কেড়েছেন তিনি।

এরপর সামাজিক মাধ্যমে তার বিভিন্ন ছবি দিয়ে আরও বেশি আলোচনায় চলে আসেন এই তারকা।

এখন বলিউডের হিট নায়িকাদের একজন দিশা। তবে এই পর্যন্ত আসতে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে তাকে। মাত্রা ৫০০ টাকা সঙ্গে নিয়ে মুম্বাই এসেছিলেন তিনি। ভারতের সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান অভিনেত্রী।

দিশা জানান, কোনো তারকা পরিবার থেকে আসেননি তিনি। তাই বলিউডে বেশ সতর্কই থাকতে হয়। অভিনয় করতে ভালোবাসেন, আর সেটাই করে যেতে চান।

নিজের সম্পর্কে বলতে গিয়ে দিশা বলেন, ‘মানুষ হিসেবে আমি খুব ইতিবাচক। পড়াশোনা ছেড়ে মুম্বাই চলে আসি। একজন কলেজ ছাত্রীর পক্ষে একটা অচেনা শহরে এসে মানিয়ে নেয়া মোটেই সহজ নয়। আমি নিজে রোজগার করতাম এবং একাই থাকতাম।

কোনো দিনও বাড়িতে টাকা চাইনি। মাত্র ৫০০ টাকা নিয়ে এসেছিলাম। আর সেখান থেকেই আমার শুরু।’

প্রথম দিকে অনেক বিজ্ঞাপনের জন্য অডিশন দিয়েছেন দিশা। মডেলিংও করতেন। এর পরেই জীবনের প্রথম বড় ব্রেক পান। ২০১৬ সালে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে অভিনয়ের সুযোগ আসে তার। যেখানে মহেন্দ্র সিং ধোনির প্রাক্তন প্রেমিকার ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।

প্রথম সিনেমাই ক্যারিয়ারের চলার পথ সহজ করে দেয় দিশাকে। এরপর আর থেমে থাকতে হয়নি। এই অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে সালমান খানের বিপরীতে ‘রাধে’ সিনেমায়।

এস

Recommended For You