মৃত্যুশূণ্য দিনে ডেঙ্গু আক্রান্ত ৬৭ জন

গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৩৬ জন ঢাকায় এবং ৩১ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৬০ জন চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ২৫৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬১ হাজার ৬১৫ জন। মারা গেছেন ২৮১ জন।

উল্লেখ্য২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

Recommended For You

Leave a Reply