ফের ব্রাজিলের দায়িত্ব নিলেন লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিলেন লুই ইনাসিও লুলা দা সিলভা।

স্থানীয় সময় রোববার (১ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। সোমবার (২ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির দেয়া এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ব্রাজিলের সদ্য প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলে ও সাবেক পোপ বেনেডিক্ট ষোড়শের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে লুলার শপথগ্রহণ শুরু হয় ।

শপথগ্রহণের পর ব্রাজিলকে নতুন করে গড়ে তোলার পাশাপশি পরিবেশ, অর্থনীতি ও দরিদ্রদের জন্য লড়ার প্রতিশ্রুতি দিয়েছেন লুলা।

এছাড়া জাতিগত ও লিঙ্গসমতা আনা, আমাজন বন ধ্বংস শূন্যের কোঠায় আনা এবং দুর্নীতি বন্ধের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের নতুন এই প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ২০০৩ সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হন লুলা। এরপর ২০০৮ সালের নির্বাচনেও বিজয়ী হন তিনি।

Recommended For You

Leave a Reply