Connect with us

ফুটবল

ডাচদের বিদায় করে শেষ আটে চেক প্রজাতন্ত্র

Published

on

ইউরো ২০২০ এর এখন পর্যন্ত সবথেকে বড় অঘটন এটাকেই বলা যেতে পারে। র‍্যাংকিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা নেদারল্যান্ডকে বিদায় করেছে চেক প্রজাতন্ত্র। শেষ ষোলোর লড়াইয়ে ১০ জনের দলে পরিণত হওয়া হট ফেভারিট ডাচদের ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্যাট্রিক শিকের দল।

গ্রুপ পর্বে রীতিমতো উড়েছে মেম্ফিস ডিপাইরা। তিনে তিন জয়ে নিয়ে ফেভারিট হয়েই শেষ ষোলো খেলতে নেমেছিল কমলা শিবির। কারণ তাঁদের প্রতিপক্ষ যে ইংল্যান্ড-ক্রোয়েশিয়ার গ্রুপ থেকে তৃতীয় হওয়া চেক প্রজাতন্ত্র। যারা এতদূর এসেছে প্যাট্রিক শিকের দুর্দান্ত তিন গোলের সুবাদে। সেই শিক এদিনও গোলের দেখা পেয়েছেন। এই নিয়ে ৪ ম্যাচে ৪ গোল তাঁর। চেক প্রজাতন্ত্রের আক্রমণভাগ মূলত তাঁর কাঁধেই নির্ভার। 

যদিও দলের আক্রমণভাগের চেয়ে এই জয়ের পেছনে কৃতিত্বটা রক্ষণভাগের খেলোয়াড়দেরই প্রাপ্য। ডাচদের একটাও অন টার্গেট শট নিতে দেয়নি তারা। বিশ্বকাপ-ইউরো মিলিয়ে ১৯৮০ সালের পর এবারই প্রথম প্রতিপক্ষের গোলমুখে কোন শট নিতে পারলো না নেদারল্যান্ড। বল পায়ে রাখার লড়াইয়ে এগিয়ে থাকলেও শট নেয়া কিংবা ফাউল করা- দুটোতেই যোজন যোজন এগিয়ে ছিল চেক প্রজাতন্ত্র। ডাচদের গোল অভিমুখে মোট ১২ টি শট নিয়েছে আন্ডারডগ চেক প্রজাতন্ত্র। আর ফাউল করেছে ১৪ টি। 

বুদাপেস্টে আসা কমলা শিবিরের গগনবিদারী চিৎকার থমকে যায় অবশ্য ম্যাচের ৫৫ তম মিনিটেই। শিককে গোল দেয়া থেকে বিরত রাখতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডাচ ডিফেন্ডার ডি লিট। ১০ জনের নেদারল্যান্ডের বিপক্ষে এরপরেই ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেয় চেকরা। ফলাফল হিসেবে ৬৮তম মিনিটে দলটিকে এগিয়ে নেন টমাস হোল। ২০০৪ সালের পর থেকে এটাই কিনা ইউরোর নকআউট পর্বে চেকদের করা প্রথম গোল। 

এরপর গোল শোধ করতে গিয়ে দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে পড়ে ২০১০ বিশ্বকাপের রানার্স আপরা। ম্যাচের ৮০ তম মিনিটে জয় নিশ্চিত করা শিকের গোলেই শেষ আটে পৌঁছায় চেক। চলতি টুর্নামেন্টে নিজের চতুর্থ গোল করে স্বদেশী ভ্লাদিমির মিসেরকে তিনি ধরে ফেললেন। আর একটা গোল করলেই চেকের কিংবদন্তি মিলান ব্যারসকে ধরে ফেলবেন শিক। কোয়ার্টারে দলটির প্রতিপক্ষ ডেনমার্ক। 

Advertisement

এএ

Advertisement

ফুটবল

পিচ নিয়ে অসন্তোষ দেখালেন আফগান কোচ

Published

on

আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পিচ নিয়ে কথা বলেছেন আফগান কোচ। জোনাথান ট্রট ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব নিয়ে আলোকপাত করেছেন। যদিও ম্যাচ হারের পর এসব কথা তুলতে চাননি তিনি। বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৫৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৮.৫ ওভারে ম্যাচটি জিতে নিয়েছে প্রোটিয়ারা।

এমন এক ম্যাচ হয়েছে, যেখানে পিচ নিয়ে কথা ওঠা স্বাভাবিক। খুব একটা সুবিধাজনক আচরণ করেনি এই ম্যাচের পিচ। ব্যাটারদের জন্য যতটুকু সুবিধা পাওয়ার কথা ছিল, সেটিও হয়নি কিছুই। আফগান কোচ ট্রট বলেন, ‘এটা এমন পিচ নয়, যেখানে আপনি ম্যাচ খেলতে চাইবেন। একটা বিশ্বকাপ সেমিফাইনালের মতো ম্যাচ, সোজাসাপ্টা ব্যাপার। এটা সুষম প্রতিযোগিতা হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘আমি বলছি না, একদম ফ্ল্যাট কিছু হবে, যেখানে স্পিন থাকবে না, সিম মুভমেন্ট থাকবে না। বলছিলাম, ব্যাটারদের ভীতির কারণ হবে, এমন হওয়া তো উচিত না। আপনার ফুট মুভমেন্টে তো আত্মবিশ্বাস থাকবে। আপনাকে হিট করতে হবে, দক্ষতা অনুযায়ী।’

আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়া একটি বড় ঘটনা। এমন দিন তাদের কাছে আর কখনো আসেনি। সেমিতে কাজে লাগানো গেল না এবার নিজেদের দক্ষতাকে। তবে এইতো শুরু। আফগানরা অবশ্যই এই উন্মাদনা কাজে লাগিয়ে ভবিষ্যৎকে আরও সুন্দর করার পরিকল্পনা করতে নামবে।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

নিশ্চিত হলো ইউরোর শেষ ষোলো দল

Published

on

অনেক প্রতিদ্বন্দ্বিতা হলো! নিশ্চিত হয়েছে ইউরোর শেষ ১৬ দল। ইংল্যান্ডের কাছে হতাশ হতে হয়েছে দর্শকদের। তবে দলটি নিশ্চিত করেছে শেষ ষোলো। ফ্রান্সের সাথে একই গ্রুপে থেকে অস্ট্রিয়া হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। পর্তুগালের কাছে জয় পেয়েছে জর্জিয়া। সবমিলিয়ে কেবল স্বস্তি পাওয়ার ক্ষেত্রে কেবল ছিল স্পেন। স্পেনই একমাত্র দল যারা গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে এই রাউন্ড নিশ্চিত করেছে।

গ্রুপ পর্ব পেরোতে পারেনি যে ৮ দল, তারা হলো; হাঙ্গেরি, স্কটল্যান্ড, ক্রোয়েশিয়া, আলবেনিয়া, সার্বিয়া, পোল্যান্ড, ইউক্রেন ও চেক প্রজাতন্ত্র। মোট ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল আছে ১২ টি। প্রতিটি গ্রুপ থেকে যে ৬ দল তৃতীয় হয়েছে, এরমধ্যে শীর্ষ ৪ দল যুক্ত হচ্ছে সেই ১২ দলের সাথে। এ নিয়ে ১৬ টি দল গঠন করা হচ্ছে।

Advertisement

জর্জিয়া, রোমানিয়া বা স্লোভেনিয়ার মতো দলগুলো শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। যা অভাবনীয় এক ব্যাপার। মাঝে বিরতি দিয়ে আগামী শনিবার (২৯ জুন) থেকে শুরু হচ্ছে ইউরোর রাউন্ড অব সিক্সটিন।

শনিবার রাত ১০ টায়, ইতালি-সুইজারল্যান্ড মুখোমুখি হবে। একই দিনে রাত ১ টায় মুখোমুখি জার্মানি-ডেনমার্ক।

 

শেষ ষোলো নিশ্চিত করা দলগুলো: জার্মানি, সুইজারল্যান্ড, স্পেন, ইতালি, ইংল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, ফ্রান্স, রোমানিয়া, বেলজিয়াম, পর্তুগাল, তুরস্ক, নেদারল্যান্ডস, স্লোভাকিয়া, জর্জিয়া ও স্লোভেনিয়া।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ফুটবল

অস্বস্তিতে থাকা মেসিকে নিয়ে শঙ্কা

Published

on

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচের পর চিলির বিপক্ষে ১-০ গোলের জয়- দলটিকে কোয়ার্টারে নিয়ে গেছে। তবে দলীয় অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ম্যাচের ২৪ মিনিটে আর্জেন্টিনা চিকিৎসকের কাছে যেতে হয় মেসিকে। আর পুরো ম্যাচ জুড়েই তাকে ‘আনফিট’ বলেই মনে হয়েছে।

মেসি ভুগছিলেন কিছু সমস্যায়। জ্বর ও গলাব্যথার কিছু উপসর্গ ছিল। তা নিয়েই খেলেছেন ম্যাচ। আবার চিলির বিপক্ষে মাঠে নেমেও চোট পেয়েছেন। ম্যাচ শেষে গণমাধ্যমের সাথে যখন কথা বলেছেন মেসি, তখনো জানিয়েছেন; তার পেশিতে অস্বস্তি হওয়ার কথা।

ইন্টার মিয়ামির হয়েও চলতি মৌসুমে খেলতে ভুগেছেন মেসি। যেখানে মাংস পেশির সমস্যাতেই ভুগেছেন এই তারকা খেলোয়াড়। এখন আবার দলের হয়ে খেলতে নেমেও একইরকম পরিস্থিতি বোধ করছেন।

মেসির পেশিতে স্ক্যান করার কথা রয়েছে। গণমাধ্যমের সূত্র তেমনটি বলছে। স্ক্যান শেষে হয়তো জানা যাবে, কতটা ভালো বা মন্দ পরিস্থিতিতে আছেন তিনি। এরপর কোপা আমেরিকার বাকি ম্যাচগুলো স্বস্তির সাথে মাঠে থাকতে পারবেন কি না, সেটিও হয়তো পরিষ্কার হয়ে যাবে।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত