টোকিও অলিম্পিক নিয়ে দোটানায় আয়োজকরা

দর্শক থাকবে, দর্শক থাকবেনা। দু'ভাবে গেমসের প্রস্তুতি নিচ্ছে আয়োজকরা। তবে সব পক্ষের সাথে আলোচনা করে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। যদিও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় দর্শকবিহীন গেমসের পক্ষে আয়োজক কমিটি। এদিকে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় অলিম্পিক মিস করতে পারেন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার শ্যাচারি রিচার্ডসন।

টোকিও অলিম্পিক শুরুর তিন সপ্তাহ আগেও সংশয়। ভেন্যুতে দর্শক থাকবে নাকি থাকবেনা। এখনো নিশ্চিত নয়। তাই আয়োজকদের প্রস্তুতি নিতে হচ্ছে দু'ভাবে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আয়োজক কমিটি খুব শিগগিরই আলোচনায় বসবে জাপান সরকার, মেট্রোপলিটন কর্তৃপক্ষ, আন্তর্জাতিক অলিম্পিক ও প্যারা অলিম্পিক কমিটির সাথে। তবে আয়োজক কমিটির চিন্তায় দর্শকবিহীন গেমস আয়োজনের।

শুরুর আগে দু:সংবাদ যুক্তরাষ্ট্রে। ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন স্প্রিন্টার শ্যাচারি রিচার্ডসন। গেলো মাসে যুক্তরাষ্ট্রের ট্রায়ালে ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছিলেন তিনি। পজিটিভ হওয়ার তার সে ফলাফল বাতিল হবে। মিস করতে পারেন টোকিও অলিম্পিক। তবে সেটা এখনো নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র।

ভিন্নরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রস্তুতি নিচ্ছে ফ্রান্সের সাইক্লিস্টরা। ট্রেনিং ভেন্যুতে একদিকে যেমন চলছে অনুশীলন পাশাপাশি সেখানে ভ্যাকসিন নিচ্ছেন সাধারণ মানুষ। এতে অবশ্য বিরক্ত না হয়ে উপভোগ করছেন অ্যাথলেটরা। কারণ, অন্যসময় তাদের অনুশীলনে থাকেনা কোনো দর্শক। এবার পরিস্থিতির কারণে হলেও অনেকে তাদের অনুশীলন দেখছেন।

এস

Recommended For You