আর্কাইভ থেকে জাতীয়

নতুন রাষ্ট্রপতি নিয়োগ পাননি, নির্বাচিত হয়েছে: সিইসি

দুর্নীতি দমন কমিশন আইনে বলা হয়েছে, একজন কমিশনার তার মেয়াদ শেষে প্রজাতন্ত্রের চাকরিতে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হওয়ার জন্য নিয়োগ পাবেন না। নিয়োগ পাওয়া এবং নির্বাচিত হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। তিনি (সাহাবুদ্দিন) নিয়োগ পাননি, নির্বাচিত হয়েছেন। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে সংবিধান, প্রাসঙ্গিক আইন ও বিধিমালা পর্যালোচনা করে দেখেছেন যে, মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে কোনো বাধা নেই।

সিইসি বলেন, তাই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবেন না।

মো. আবদুল হামিদের উত্তরসূরি হিসেবে দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নে একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন তিনি।

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। আগের মেয়াদেও তিনিই এ দায়িত্ব পালন করেছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন