আর্কাইভ থেকে বাংলাদেশ

জাতীয় পরিচয়পত্র দেখালেই মিলছে ভ্যাকসিন

সারা দেশে চলছে করোনার গণটিকাদান। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দেখালেই মিলছে ভ্যাকসিন। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দেয়া হচ্ছে সিনোফার্মের টিকা।

ভ্যাকসিন গ্রহণের পর গ্রহীতাকে দেয়া হছে একটি টিকা কার্ড। তবে এক কর্মকর্তা জানালেন, এই কার্ড নেবার পর পদ্ধতিগত কিছু সমস্যা হতে পারে।

এদিকে, ঢাকা জেলা সিভিল সার্জন জানিয়েছেন, এই কার্ডের তথ্য পরবর্তীতে সার্ভারে ইনপুট দেয়া হবে।

জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা দেবার এই সিদ্ধান্তে মানুষের মাঝে টিকা নিয়ে আগ্রহ লক্ষ্য করা গেছে।

প্রতিটি ওয়ার্ডের কেন্দ্র থেকে ৩শ' টিকা দেয়া হয়েছে। কিন্তু এর বিপরীতে আগ্রহীর সংখ্যা বেশি থাকায়; অনেককেই ফেরত আসতে হয়েছে, টিকা নেয়া ছাড়া। তাই বরাদ্দ বাড়ানোর দাবি জানান তারা। 

সিটি করপোরেশন এলাকায় দেয়া হয়েছে মডার্নার টিকা। আর উপজেলায় সিনোফার্মের। বিশেষ এই ক্যাম্পেইনের মাধ্যমে আগামী বৃহস্পতিবার পর্যন্ত, বিভিন্ন ধাপে ৩২ লাখ মানুষকে করোনা টিকা দিতে চায় সরকার। প্রথম দিনে সব বিভাগ, জেলা ও উপজেলায় জাতীয় পরিচয়পত্র দেখিয়েই মিলেছে টিকা। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন