মচকে গেছে নেইমারের পা
লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে গুরুতর ফাউলের শিকার হয়ে চোটে পড়েন পিএসজির হয়ে খেলা ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। তাৎক্ষনিক তাকে মাঠে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
সবশেষ তাঁর ইনজুরির অবস্থা জানিয়েছে ফরাসি ক্লাবটি। তাঁরা জানায় নেইমারের পা মচকে গেছে। ফলে মাঠের বাইরে থাকতে হবে বেশ কিছুদিন। তবে কবে নাগাদ তিনি সুস্থ হয়ে মাঠে ফিরবেন, সে বিষয়ে কিছুই জানায় নি পিএসজি।
ক্লাবটি জানিয়েছে, ‘পা মচকে গেছে নেইমারের। ডান পায়ের গোড়ালির উপরের অংশে আঘাত লেগে সেখানে লিগামেন্টেরও ক্ষতি হয়েছে।’
বুধবার (২২ ফেব্রুয়ারি) আরও কিছু পরীক্ষা করা হবে সাবেক বার্সেলোনা তারকার। চোটের অবস্থা জানতে কয়েকদিন পরে আবারও কিছু পরীক্ষা করা হবে। সবমিলিয়ে মনে করা হচ্ছে, নেইমারকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে আগামী ৮ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে নেইমারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।