ভবন ভাঙার সময় দেয়ালচাপায় যুবক নিহত
চট্টগ্রাম নগরীর জামালখানে সড়কের পাশের একটি ভবন ভাঙার সময় ধসে পড়ে একজন নিহত হয়েছেন। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জামালখানের শিকদার হোটেলের পাশে রতন ভট্টাচার্যের দোতলা ভবন ভাঙার সময় এই দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রণ ভট্টাচার্য নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধসেপড়া ভবনে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
ঘটনার প্রত্যক্ষদর্শী সঞ্জিব চৌধুরী বিশু জানান, বিকেল ৪টার দিকে তিনি পাশের একটি মার্কেটের তিনতলায় ছিলেন। এ সময় পাশের জীর্ণ দোতলা ভবন থেকে ফুটপাতে দেয়াল ভেঙে পড়ার শব্দ শুনতে পান তিনি। এরপর দ্রুত জামালখান সড়কে নেমে এসে দেখেন ফুটপাতে পড়ে থাকা ভবনের ধ্বংসস্তূপের নিচে অজ্ঞাত যুবকের লাশ চাপা পড়ে আছে। নিহত ওই যুবক ভবন ভাঙার কাজ তদারকি করছিলেন। পুরোনো ভবনটির মালিক রতন ভট্টাচার্য। সেটি ভাঙার কাজ নিয়েছেন মো. খোকন নামে এক ঠিকাদার। ৮-১০ দিন ধরে ভবনটি ভাঙা হচ্ছে। জামালখানের মতো ব্যস্ততম সড়কে ভবনটি ভাঙার কাজ চললেও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই।