আর্কাইভ থেকে করোনা ভাইরাস

১০ম দিন পর্যন্ত টিকা নিয়েছেন প্রায় ১৬ লাখ মানুষ

দেশব্যাপী চলমান করোনাভাইরাস টিকাদান কার্যক্রমে প্রায় ১৬ লাখ মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৬৮ হাজার ৭১৯ জন এবং নারী পাঁচ লাখ ১৭ হাজার ৬৪৯ জন। টিকাগ্রহণের পর এ পর্যন্ত ৫১০ জন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে।

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে টিকাগ্রহণ করেছেন দুই লাখ ২৬ হাজার ৭৫৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৪৫ হাজার ২০৩ জন ও নারী ৮১ হাজার ৫৫২ জন। এ নিয়ে সারাদেশে মোট ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন মানুষ টিকা নিয়েছেন। 

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মোট টিকাগ্রহণকারীর মধ্যে ঢাকায় চার লাখ ৪৫ হাজার ৪৬৯ জন, ময়মনসিংহে ৭১ হাজার ৩৭৫, চট্টগ্রামে তিন লাখ ৬৪ হাজার ৭৪২জন, রাজশাহীতে এক লাখ ৮০ হাজার ৭৯১, রংপুরে এক লাখ ৪৭ হাজার ২০৪, খুলনায় এক লাখ ৮১ হাজার ৬২১ জন, বরিশালে ৭৬ হাজার ৮০৫ এবং সিলেট বিভাগে এক লাখ ১৮ হাজার ৩৬১ জন টিকা নেন।

আর একদিনে টিকাগ্রহণকারী দুই লাখ ২৬ হাজার ৭৫৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭০ হাজার ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ৭৭৩, চট্টগ্রাম বিভাগে ৪৪ হাজার ৭৮৩, রাজশাহী বিভাগে ২৭ হাজার ১০৮ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৭৫৯ জন, খুলনা বিভাগে ২৮ হাজার ৪৩৬ জন, বরিশাল বিভাগে ১৩ হাজার ১৪৬ এবং সিলেট বিভাগে ১২ হাজার ৭২৫ জন টিকা নিয়েছেন।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন