ক্রাচে ভর দিয়ে মাঠে উপস্থিত নেইমার
ইঞ্জুরিতে কয়েক সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন পিএসজির তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সবশেষ তথ্য অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষের ম্যাচ মিস করবেন তিনি। খেলতে না পারলেও সতীর্থদের খেলা উপভোগ করতে ক্রাচে ভর করতে মাঠে চলে এসেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
গতকাল শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে নঁতের বিপক্ষে ৪-২ গোলের জয় পায় পিএসজি। সেই ম্যাচে মেসি-এমবাপ্পের মতো মাঠে উপস্থিত ছিলেন নেইমার। গ্যালারিতে বসে সতীর্থদের খেলা উপভোগ করেছিলেন তিনি।
এর আগে ১৯ ফেব্রুয়ারির এর আগে লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে গুরুতর ফাউলের শিকার হয়ে চোটে পড়েন নেইমার। তাৎক্ষনিক তাকে মাঠে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।পরবর্তীতে জানা যায় নেইমারের পা মচকে গেছে।