আর্কাইভ থেকে জনদুর্ভোগ

শাহ আমানত ফেরি উদ্ধারে কাজ চলছে

 

মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় ২০টি গাড়িসহ কাত হয়ে হেলে পড়া ফেরি আমানত শাহ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ কর্র্তপক্ষ। উদ্ধারকারী জাহাজ হামজা’র সাহায্যে সেখানে উদ্ধার তৎপরতা চলছে। এই তৎপরতায় সহযোগিতা করতে মুন্সিগঞ্জ থেকে সেখানে গেছে উদ্ধারকারী জাহাজ বিআইডব্লিউটিএর ‘প্রত্যয়’।

উদ্ধার তৎপরতায় সহায়তা করছেন বাংলাদেশ নৌ-বাহিনীর ডুবুরীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান,বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে, দৌলতদিয়া ঘাট থেকে ১৭টি ট্রাক, তিনটি প্রাইভেটকার ও বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে ফেরিটি যাত্রা করে। পাটুরিয়া ঘাটের ৫ নম্বর পন্টুনের কাছে পৌঁছার আগ মুহূর্তে, ফেরিটি হেলে পড়ে কিছু অংশ ডুবে যায়।

কাঁত হয়ে হেলে পড়া আমানত শাহ ফেরী

ডুবে যাওয়ার আগে তিনটি ট্রাক তাড়াহুড়ো ফেরী থেকে নামানো হয়। ট্রাকগুলো নামার পরপরই ফেরীটি উল্টে আংশিক ডুবে যায়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফেরীর যাত্রীরা জানান, মাঝ নদীতে ফেরীর তলা ফেটে যায়। কর্তব্যরতরা দ্রুত ফেরীটি চালিয়ে তীরে নিয়ে যায়।

জেলা প্রশাসক জানিয়ে ফেরীডুবির বিষয়টি ক্ষতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন