আর্কাইভ থেকে ক্রিকেট

পাকিস্তানের জয় উদযাপনের বিরোধিতা করায় হত্যার হুমকি

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের হারের রেশ এখনো কাটেনি। ঐ ম্যাচের পর ভারতের শ্রীনগরের একটি মেডিকেল কলেজের পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে অভিযোগ ওঠে পাকিস্তানের জয় উদযাপনের। 

সেই উদযাপনের বিরোধিতা করায় হত্যার হুমকি পেয়েছেন সেখানেরই এক শির্ক্ষার্থী। এমন খবর জানিয়েছে ভারতের পত্রিকা আনন্দবাজার। অভিযোগ তোলা শির্ক্ষার্থীর নাম অনন্যা জামওয়াল। পাকিস্তানের জয়ের দিন কাশ্মীরের কিছু শির্ক্ষার্থী জয় উদযাপন করলে তিনি বিরোধিতা করেছিলেন। 
 
এই ঘটনার পরই তার কাছে খুনের হুমকি আসতে থাকে। সামাজিক মাধ্যমে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁকে নিশানা করতে থাকেন। অনন্যাকে ‘আরএসএস’ এবং ‘পুলিশের চর’ হিসেবে অভিহিত করে টুইট করেন।

মূলত কিছু কাশ্মীরি ছাত্র-ছাত্রীদের জয় উদযাপনের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যে ভিডিওর সূত্র ধরে ইতোমধ্যে দুটি মামলায় দায়ের করেছে কাশ্মীরের পুলিশ। 

অনন্যার দিকে আঙুল তোলা হচ্ছে সেই ভিডিও সরবরাহকারী হিসেবে। তবে অনন্যার দাবি, সে কোন ভিডিও পুলিশকে সরবরাহ করেননি। সে কেবল বিরোধিতা করেছিলেন পাকিস্তানের জয় উদযাপনের। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন