সরকার দেশের মানুষের কষ্ট বোঝে না : জিএম কাদের
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লুটপাট, অর্থপাচার, মন্দা সব মিলিয়ে দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থায়ও সরকারে দেশের মানুষের কষ্ট বোঝে না বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
বৃহস্পতিবার (৩০ মার্চ) জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
জিএম কাদের বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, লুটপাট এবং বিদেশে টাকাপাচারের কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন দেশের মানুষের হাতে টাকা নেই।
রমজানের আগে থেকেই দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। মানুষের আয় বাড়েনি কিন্তু ব্যয় বেড়েছে কয়েকগুণ। এমন বাস্তবতায়, দেশের মানুষকে স্বল্পমূল্যে রেশনিংয়ের মাধ্যমে নিত্যপণ্য দিতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে, দেশের মানুষের কষ্ট বোঝে না সরকার। দেশের মানুষের কষ্ট দূর করতেই আমরা রাজনীতি করছি।