বিদেশি বিবৃতি কখনও বাধা হয়ে দাঁড়ায়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতা, ভাষা আন্দোলন, ৩০ লাখ শহীদের আত্মদান, এগুলো এত ঠুনকো বিষয় নয়। দেশের বিভিন্ন ইস্যুতে বিদেশিদের বিবৃতি কখনও সরকারের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি, ভবিষ্যতেও হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক নির্যাতন ও হয়রানির ঘটনায় বিদেশিদের বিবৃতিতে বাংলাদেশের ভাবমূর্তিতে ন্যূনতম আঁচড়ও পড়বে না। এ ধরনের মন্তব্য বা বিবৃতি সরকারের জন্য বাধার কারণ নয়।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ভাষা আন্দোলন, ৩০ লাখ শহীদের আত্মদান, এগুলো এত ঠুনকো বিষয় নয়। আমাদের সবার দায়িত্ববান হওয়ার প্রয়োজন আছে। তবে যাইহোক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে শক্ত হাতে সঠিক দিকনির্দেশনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবেন। এ ধরনের মন্তব্য, বিবৃতি বা অন্য কোনো কিছু- এগুলো কখনো বাধা হয়ে দাঁড়ায়নি এবং ভবিষ্যতেও হবে না।
শাহরিয়ার আলম বলেন, যে দেশগুলো বিবৃতি দেয়, সেসব দেশে আইন রয়েছে যে, রাস্তায় দাঁড়িয়ে একটি গাড়ির পথরোধ করে দাবি প্রতিষ্ঠার চেষ্টা করা হলে সাত বছরের জেল হবে। সে দেশেও আইন পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামছে।
তিনি বলেন, জবাবদিহিতার ক্ষেত্রে বর্তমান সরকারের যে অর্জন, তা পৃথিবীর বেশির ভাগ দেশ পারেনি।