আর্কাইভ থেকে ফুটবল

বাফুফে সাধারণ সম্পাদককে নিষিদ্ধ করলো ফিফা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। আর্থিক কেলেঙ্কারির দায়ে তাকে পরবর্তী দুই বছর ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কোনও ধরনের ফুটবল কার্যক্রমে অংশ নিতে পারবেন না আবু নাঈম সোহাগ। সঙ্গে প্রায় ১২ লাখ টাকা আর্থিক জরিমানা দিতে হবে তাকে।

ফুটবলের বৈশ্বিক ফুটবল সংস্থাটি জানিয়েছে, বাফুফেকে দেয়া ফিফার টাকার হিসাবে মিথ্যা তথ্য দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে শাস্তির বিষয়টি জানিয়ে আবু নাঈমকে চিঠি পাঠানো হয়েছে বলে উল্লেখ করেছে ফিফা। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকেও (এএফসি)।

এ সম্পর্কিত আরও পড়ুন