আর্কাইভ থেকে জাতীয়

শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।  

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাসহায়তা ট্রাস্টের মাধ্যমে সারাদেশের লাখ লাখ শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা করেছি। বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আপনারা নিজেরা যে সকল  প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন, সেই প্রতিষ্ঠানের  উন্নয়নে ও সেখানকার দরিদ্র শিক্ষার্থীদের সহায়তার জন্য হাত বাড়ালেই হবে।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ৩০ মার্চের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে করোনার টিকা প্রদানের ব্যবস্থা করছি।দক্ষ ও শিক্ষিত নাগরিক গড়ে তুলতে  সরকার বদ্ধ পরিকর।

এসময় প্রধানমন্ত্রী এক কোটি ৬৩ লাখ ৮০০ শিক্ষার্থীর মাঝে ৮৭ কোটি ৫২ লাখ টাকার শিক্ষা সহায়তা প্রদান উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানটি গণভবন থেকে সঞ্চালনা করেন সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন