ছিনতাইকারীর ছুরিকাঘাতে ডিবি পুলিশ আহত
সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির এ এস আই সুলতান মাহমুদ গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২৬ মে) রাতে সাভারের বাড্ডা ভাটপাড়া সোসাইটি বালুরমাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি রিয়াজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন,শুক্রবার রাতে ডিবি পুলিশের এ এস আই সুলতান মাহমুদ মোটরসাইকেলে করে বাড্ডা ভাটপাড়া এলাকায় নিজ ভাড়া বাসায় ফিরছিলেন।
এ সময় তিনি সোসাইটি বালুরমাট এলাকায় পৌছলে দুই ছিনতাইকারী তার গতিরোধ করে এলোপাথারি ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।