মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন
রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
রোববার (২৮ মে) দুপুরে আদাবরে ৮ তলা ভবনের নিচ তলায় এ আগুন লাগার ঘটনা ঘটেছে।
পরে দুপুর ১২টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে বাহিনীর প্রথম ইউনিট। এরপর আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে যায় ১২টা ১৮ মিনিটে। পরে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।