আর্কাইভ থেকে বিনোদন

আমার জায়েদ খান হলে, বালিশের নিচে রাখব: ফারিয়া

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। সম্প্রতি তার দেয়া একটি বক্তব্যের পরে তার নাম উল্লেখ করে ফেসবুকে ছবি পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

যেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জায়েদ খান হও। তাহলে আমি শান্তিনগরের সেই মেয়ে হবো, যে তোমার ছবি বালিশের নিচে রাখবে।’

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেছিলেন, ‘তার জন্য বিভিন্ন সময় অনেক মেয়েই পাগলামী করে থাকেন। অনেক নারী ভক্ত তার সঙ্গে প্রেম করতে চান। কেউ আবার টাকার বিনিময়ে তার সময় কিনে নিতে চান।’

জায়েদ খান

জায়েদ আরও জানান, ‘রাজধানীর শান্তিনগরের এক মেয়ে তার ছবি বালিশের নিচে রেখে ঘুমায়।’

জায়েদের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে অনেক আলোচনার সৃষ্টি হয়। এবার সেই আলোচনাতেই যেনো গা ভাসালেন অভিনেত্রী শবনম ফারিয়া।

শবনম ফারিয়া

নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে জায়েদ খানের মতো কাউকে খুঁজছেন জীবনে সেটাই যেনো মজার ছলে জানিয়ে দিলেন। ভক্তরাও ফারিয়ার এই ক্যাপশন বেশ ভালোভাবে নিয়েছেন। তাদের মধ্যে অনেকেই মজা করে এই অভিনেত্রীর জীবনে জায়েদ খান হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন