নির্বাচনী প্রচারণায় ব্যস্ত খুলনা-বরিশাল সিটির প্রার্থীরা
নির্বাচনী প্রচারণায় ব্যস্ত খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রার্থীরা।
সোমবার (৫ জুন) সকালে খুলনার কাশেম নগরে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। পরে মিস্ত্রিপাড়া বাজার এলাকায় গণসংযোগ করেন তিনি। সেখানে জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু, নগরীর ফেরিঘাট মোড় হয়ে ২৩ ও ২৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন।
এছাড়া ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা আব্দুল আউয়াল প্রচারণা চালান গবরচাকা বউ বাজার এলাকায়।
অন্যদিকে, বরিশালে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বি.এম কলেজ অ্যাভিনিউ হয়ে তেমাথা পর্যন্ত লিফলেট বিতরণ করেন। সেখানে নৌকার প্রার্থী সেরনিয়াবাত খোকন আব্দুল্লাহ জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন।
এদিকে, জমে উঠেছে, সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনের প্রচারণাও। ভোটারদের মন জয় করতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।