সৌদি প্রো লিগের সেরা একাদশে নেই রোনালদো
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি লিগে পাড়ি জমিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম মৌসুমে দলগতভাবে কোনো অর্জন নেই। সৌদি প্রো লিগে শীর্ষ দুইয়ে থেকে শেষ করেছে তার দল আল নাসর।
পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে আল ইত্তিহাদ। এ ছাড়া কিংস কাপ ও সুপার কাপে সেমিফাইনাল থেকেই শেষ হয়েছে পর্তুগিজ তারকার দলের শিরোপা স্বপ্ন।
দলের শূন্যতার সীমাহীন বাস্তবতায় ব্যক্তিগত অর্জনেও নেই সিআরসেভেনের নাম। লিগের মৌসুম সেরা একাদশেও জায়গা হয়নি ৩৮ বছর বয়সী পর্তুগিজ তারকার। একাদশে আল ইত্তেহাদের সর্বোচ্চ পাঁচ খেলোয়াড় রয়েছে। আর রোনালদোর দল থেকে জায়গা পেয়েছেন দুইজন।
গত বছরের আগস্টে শুরু হয়েছিল সৌদি প্রো লিগ। আর চলতি বছরের শুরুতেই আল নাসরে যোগ দেন রোনালদো। গত ২২ জানুয়ারি প্রথমবারের মতো লিগে খেলতে নামেন তিনি। এ কারণে ৩০ ম্যাচের লিগে সুযোগ পান মাত্র ১৬ ম্যাচে। আর ম্যাচগুলোতে ১৪ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলার।
এস