সরকার সংলাপের নামে ছলছাতুরি করছে: রিজভী
সরকার সংলাপের নামে ছলছাতুরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী।
জাগপার শতাধিক নেতাকর্মী কৃষক দলে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী আরো বলেন, সংলাপের নাম করে দেশ এবং বিদেশের কাছে নিরপেক্ষতার অভিনয় করছে সরকার। রাষ্ট্রপতি থাকা অবস্থায় যেখানে স্থানীয় নির্বাচন নিরপেক্ষ হয় না সেখানে জাতীয় নির্বাচন কীভাবে সম্ভব।
তিনি আরও বলেন, সরকার ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। খালেদা জিয়ার মুক্তিই গণতন্ত্রের মুক্তি।
মুক্তা মাহমুদ