আর্কাইভ থেকে বাংলাদেশ

জানুয়ারি মাস জুড়ে কয়েক দফা শৈত্যপ্রবাহ: আবহাওয়া অধিদপ্তর

এ মাসে কয়েক দফা শৈত্যপ্রবাহের কবলে পড়বে দেশ। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দুয়েক-দিনের মধ্যে আরও কমতে পারে তাপমাত্রা। 

বেলা গড়িয়ে প্রায় দুপুর তবুও নরম রোদের ছোঁয়ায় গোটা নগরী। রাজধানীর বড় সড়কগুলোতে হালকা কুয়াশা প্রকৃতিকে করে তুলেছে মোহনীয়। তবে সন্ধ্যা নামলেই পাল্টে যায় চিত্র।

শৈত্যপ্রবাহ এখনো দেখা না গেলেও কয়েকদিন ধরে দিন-রাতের তাপমাত্রার ব্যবধান কমেছে। আভাস রয়েছে দু-এক দিনের মধ্যে তাপমাত্রা আরও কমার। তবে শঙ্কা আছে পুরো জানুয়ারি মাসজুড়েই কয়েক দফা শৈত্যপ্রবাহের।

আবহাওয়া অধিদপ্তর জানায়, জানুয়ারি মাসে দুই থেকে তিনটা মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারি। এছাড়া এ মাসের ২০-২২ তারিখের পরে আবহাওয়া ৬-৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

দেশের হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। মহামারির আতঙ্কের ভেতরেই সন্তানকে নিয়ে হাসপাতালে ছুটছেন অভিভাবকরা।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক এ এস এম নওশাদ উদ্দিন আহমেদ জানান, বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতে রোগীর সংখ্যা বেশি। এসময় নিমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যাও বেশি।

এদিকে হিমেল হাওয়া বইছে উত্তরাঞ্চলে। যাতে বেড়েছে শীতের তীব্রতা। ফলে ভোগান্তিতে পড়েছেন খেটে-খাওয়া মানুষ।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন