আর্কাইভ থেকে আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্দুক হামলা, নিহত ৩৪

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশে বন্দুকধারীদের হামলায় ৭ সেনা সদস্যসহ ৩৪ জন মারা গেছে।

বুধবার (২৬ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় নজরদারি গোষ্ঠীর প্রধান ইসমাইল মাগাজি জানান, সোমবার বিকেলে জামফারা প্রদেশের মারু স্থানীয় সরকার এলাকার প্রত্যন্ত দান গুলবি জেলায় এই হামলার ঘটনা ঘটে।

লাওয়ালি জোনাই নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, হামলায় ২৭ জন গ্রামবাসী নিহত হয়েছেন। আর এই হামলা থেকে গ্রামবাসীকে সাহায্য করতে আসার পথে বন্দুকধারীদের অতর্কিত হামলায় ৭ সামরিক সদস্যও প্রাণ হারান।

এ বিষয়ে জামফারা প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পায়নি রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এসব অপরাধীরা স্থানীয়ভাবে ডাকাত হিসাবে পরিচিত। গত তিন বছর ধরে তারা নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলজুড়ে হাজার হাজার মানুষকে অপহরণ এবং শত শত মানুষকে হত্যা করেছে। গাড়িতে করে এসব ডাকাতরা এসে এলোপাথাড়ি গুলি চালিয়ে লুটপাট ও অপহরণ করে।

টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন