আর্কাইভ থেকে দেশজুড়ে

খাগড়াছড়িতে ২ যুবকের মরদেহ উদ্ধার

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ জুলাই) সকালের দিকে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া।

তিনি জানান,  সকালের দিকে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় ২টি মরদেহ দেখতে পেয়ে মাটিরাঙ্গা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে।

কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। নিহতদের নাম পরিচয়ও এখনো জানা যায়নি বলে জানান ওসি।

টিআর/

 

এ সম্পর্কিত আরও পড়ুন