আর্কাইভ থেকে ক্রিকেট

পুরানের ৫৫ বলে অপরাজিত ১৩৭ রানে চ্যম্পিয়ন মুম্বাই

প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া যুক্তরাষ্ট্রের মেজর লিগের ফাইনালে নিকোলাস পুরানের ৫৫ বলে ১৩৭ রানের বিধ্বংসী ইনিংসের সুবাদে শিরোপা জিতেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের ফ্র্যাঞ্চাইজির দল নিউইয়র্ক। সিয়াটল অর্কাসকে বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে মুম্বাই।

সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ সময় ভোরে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের ৫২ বলে ৮৭ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় সিয়াটল অর্কাস।

জবাবে খেলতে নেমে প্রথমেই স্টিভেন টেলরের উইকেট হারায় মুম্বাই। এরপর দলের হাল ধরেন অধিনায়ক নিকোলাস পুরান। ১৬তম ওভারে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন পুরান। ২৪৯ স্ট্রাইকরেটে ১০ চার ও ১৩ ছক্কায় এই ক্যারিবিয়ান ব্যাটার করেন ৫৫ বলে ১৩৭ রানের ইনিংস। ১৮ বলে ২০ রানে তাকে সঙ্গ দেন ব্রেভিস।

 

এ সম্পর্কিত আরও পড়ুন