আর্কাইভ থেকে ক্রিকেট

ভিসা জটিলতায় কানাডায় না গিয়ে অনুশীলনে আফিফ

কানাডার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার প্রস্তাব পেয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্রও পেইয়েছিলেন আসরটিতে অংশগ্রহনের জন্য। কিন্তু ভিসা জটিলতায় উড়াল দিতে পারেননি কানাডার বিমানে।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগ এখন শেষ পর্যায়ের খেলা চলছে। ভিসা পাওয়ার পর যদি কানাডায় খেলতে যেতেন আফিফ তাহলে তার দল সারে জাগুয়ার্সের মাত্র একটি ম্যাচেই মাঠে নামতে পারতেন। তাই আর কানাঠায় না গিয়ে আজ  মঙ্গলবার মিরপুরে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন আফিফ।

গ্লোবাল টি-টোয়েন্টিতে এবারের আসরে খেলেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে ৫ ম্যাচ খেলে সাকিব অবশ্য কানাঠা ছেড়ে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগে। সেখানে তিনি খেলছেন গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে।

আগামী ৬ অগাস্ট পর্দা নামবে গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এবারের আসরের। আফিফ ছুটি পেয়েছিলেন ৮ তারিখ পর্যন্ত। এরপর দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল। যেহেতু তিনি পর্যন্ত যাননি, তাই বিসিবিতে এসেছেন মেডিক্যাল টেস্ট দিতে।

এ সম্পর্কিত আরও পড়ুন