ডেঙ্গুতে আক্রান্ত হাসান মাহমুদ
গত পাঁচ–ছয় দিন ধরে জ্বরে ভুগছিলেন হাসান মাহমুদ। জ্বরের মাত্রা এখন কিছুটা কমে এলেও শারীরিক দুর্বলতা আছে এই টাইগার পেসারের।
রোববার রাতে হাসানের শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়। গতকাল সোমবার সেই রিপোর্টে দেখা যায় ডেঙ্গু পজিটিভ হয়েছেন তিনি।
বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র গণমাধ্যমকে হাসান মাহমুদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছে। আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে ৮ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশের ক্রিকেটারদের মূল অনুশীলন। তার আগে গতকাল থেকে শুরু হয়েছে মেডিকেল চেকআপ। প্রথম দিনে ২০ ক্রিকেটারের স্ক্রিনিং হয়েছে। আজ মঙ্গলবার হয়েছে ১২ ক্রিকেটারের। তবে অসুস্থ থাকায় এখনো মাঠে আসেননি হাসান মাহমুদ।