৮ বারের মতো চট্টগ্রাম ওয়াসার এমডি ফজলুল্লাহ
চট্টগ্রাম ওয়াসার আবারও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এ কে এম ফজলুল্লাহ। আজ বৃহস্পতিবার পুনর্নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এ নিয়ে ৮ বারের মতো তিনি চট্টগ্রাম ওয়াসার এমডি হলেন।
এর আগে, ১৪ বছর ধরে এ পদে দায়িত্ব পালন করছেন ৮১ বছর বয়সী এ কে এম ফজলুল্লাহ। চলতি বছর অক্টোবরে তার সাতবারের মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই মাস আগেই তিনি এ নিয়োগ পেলেন।
স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখার উপসচিব মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬–এর ২৮ (২) ধারা মোতাবেক এ কে এম ফজলুল্লাহকে আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম ওয়াসার এমডি হিসেবে পুনর্নিয়োগ করা হলো। ১ নভেম্বর থেকে তিনি দায়িত্ব পালন করবেন।