চাকরি ছাড়লেন ইতালির বিশ্বকাপ জয়ী কোচ মানচিনি
ইতালির জাতীয় দল থেকে পদত্যাগ করলেন কোচ রবার্তো মানচিনি। ২০২৪ সালের ইউরো শুরুর মাত্র ১০ মাস আগে লিওনার্দো বনুচ্চিদের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ৫৮ বছর বয়সী এই কোচ।
ফুটবলের দলবদলের বিখ্যাত ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো মানচিনির দল ছাড়ার কথা নিশ্চিত করেছেন।
এদিকে ইতালিয়ান ফুটবল ফেডারেশনও এক বিবৃতিতে মানচিনির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে তারা জানিয়েছে, হেডকোচ রবার্তো মানচিনির পদত্যাগপত্র এরইমাঝে বুঝে পেয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। তার এই পদত্যাগকে একটি ঐতিহাসিক যাত্রার পরিসমাপ্তি হিসেবে উল্লেখ করেছে তারা।