মৃত্যুঞ্জয়ের তোপে দেড়শো পেরুতে পারেনি সাকিবরা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএলে) মঙ্গলবার (০১ জানুয়ারি) স্বাগতিক দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়ালেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। তার অনবদ্য ব্যাটিংয়ের পরও মৃত্যুঞ্জয়ের বোলিং তোপে অল্পতেই গুটিয়ে গেল বরিশাল। সবকটি উইকেট হারিয়ে সাকিবের দলের সংগ্রহ ১৪৯ রান। অর্থাৎ জিততে হলে চট্টলার দলটিকে করতে হবে ১৫০ রান।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার মুনিম শাহরিয়ারকে সাজঘরে ফিরিয়েছিলেন শরিফুল ইসলাম। ২ বলে মাত্র ১ রান করে আউট হন। শুরুর ধাক্কা ভালোভাবেই সামলাচ্ছিলেন ইউনিভার্স বস ক্রিস গেইল। কিন্তু ঝড় তোলার আভাস দিয়েও ক্যাচ আউট হয়ে ফিরেছেন তিনি। ৩ ছক্কা আর এক চারে ১৯ বলে ২৫ রান করেছিলেন তিনি।
শেষ ম্যাচের মতো আবারো দলের হাল ধরলেন অধিনায়ক সাকিব আল হাসান। এদিন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২০তম ফিফটি তুলে নেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। তবে অর্ধশতক হাঁকানোর পর আর বেশিক্ষণ টিকতে পারেননি। মৃত্যুঞ্জয়ের বলে আফিফের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন।
এছাড়া নাজমুল শান্তও ব্যক্তিগত ২৮ রানে স্কোরবোর্ডকে কিছুটা এগিয়ে দিয়ে গেছেন। তবে ফিনিশিংয়ে ব্যর্থ ছিলেন আরেক ক্যারিবিয়ান ডোয়াইন ব্রাভো। শরিফুলের বলে আউট হওয়ার আগে ৬ বলে করেছেন মোটে চার রান।
ফরচুন বরিশাল একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, ইরফান শুক্কুর, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ:
নাঈম ইসলাম (অধিনায়ক), আকবর আলী (উইকেটরক্ষক), আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, উইল জ্যাকস, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম, শামীম হোসেন, নাসুম আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।
হাসিব মোহাম্মদ