আর্কাইভ থেকে আবহাওয়া

তাপমাত্রা বেড়ে বৃষ্টির সম্ভাবনা

আগামী সপ্তাহের শুরুর দিকে বৃষ্টির দেখা মিলতে পারে,জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে পরবর্তী তিন দিনে দেশের কোথাও কোথাও আবহাওয়া শুষ্কসহ শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পরতে পারে।  

সোমবার রাত থেকে রাজধানীতে শীতের অনুভূতি অনেকটাই কমে গেছে। সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়।

গতকাল সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ এবং চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন