ভাতিজার রক্তাক্ত শরীর দেখে মৃত্যু হয় ফুফুর
ভাতিজার রক্তাক্ত শরীর দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফুফুর মৃত্যু। বুধবার (১৬ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের রাজারহাটে এ ঘটনা ঘটে।
গণমাধ্যমকে স্থানীয়রা জানান, বুধবার রাতে তুচ্ছ ঘটনার জের ধরে উপজেলা সদরের কিশামত পূনঃকর গ্রামের আজিজার রহমানের পুত্র রাজমিস্ত্রী এনামুল হক (৩২) এর সাথে একই গ্রামের মানিক মিয়ার পুত্র রাশেদুল ইসলাম (১৯) এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাশেদুলের ছুরিকাঘাতে এনামুল জখম হন। খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে আসেন এনামুলের ফুফু মিনা বেগম (৪৮)। এসময় ভাতিজার রক্তাক্ত দেহ দেখে জ্ঞান হারান তিনি। তাৎক্ষনিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় মিনাকে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী রাশেদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার অভিযুক্ত রাশেদুলকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন জানান, অর্থ লেনদেন সম্পর্কিত বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে রক্তাক্তের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দৌড়ে আসে এনামুলের ফুফু মিনা বেগম। ভাতিজাকে রক্তাক্ত অবস্থায় দেখে হার্ট এ্যাটাক করেন তিনি। এখন পর্যন্ত তারা কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।