আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনার গণটিকা চলবে আরও ২ দিন, বন্ধ হচ্ছে না প্রথম ডোজ

বৈশ্বিক মহামারি নিয়ন্ত্রণে দেশব্যাপী করোনার গণটিকা কার্যক্রম চলবে আরও দুইদিন। জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, করোনা টিকার প্রথম ডোজ বন্ধ হচ্ছে না।

তিনি আরও বলেন, মানুষের বিপুল আগ্রহের কারণে গণটিকার মেয়াদ আরও দুদিন বাড়ছে। আগামী ২৮ তারিখ পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে সকালে একদিনে এক কোটি করোনার টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, দেশের সব মানুষকে করোনা টিকার আওতায় আনতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্ধারিত কেন্দ্রের পাশাপাশি রাজধানীর দুই সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে অস্থায়ী কেন্দ্রগুলোতে টিকা দেয়া হয়েছে। 

আজ সরকার সারাদেশে এক কোটি ডোজ টিকার দেয়া লক্ষ্য নির্ধারণ করেছে। টিকা দিতে লাগছে না কোনো নিবন্ধন। জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন না থাকলেও টিকা দেওয়া যাচ্ছে। সেজন্য টিকার প্রথম ডোজ নিতে নির্ধারিত কেন্দ্রগুলোতে মানুষের ঢল নেমেছে।

কোনো রকম পূর্ব নির্ধারণ নিবন্ধন ছাড়াই জাতীয় পরিচয় পত্র কিংবা জন্মনিবন্ধন সনদ হলেই দেয়া হচ্ছে করোনা টিকা। তবে এই টিকা পেতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। 

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন