মিরাজের নেতৃত্বে টস হেরে বোলিং করছে বাংলাদেশ
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে শুরুতে বোলিং করছে বাংলাদেশ। প্রস্তুতি এই ম্যাচে বাংলাদেশ দলের পক্ষে টস করেছেন মেহেদী মিরাজ। দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
শুক্রবার গুয়াহাটির বারশাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি। গা গরম কিংবা ড্রেস রিহার্সেলের ম্যাচ হওয়ায় নির্ধারিত একাদশ নিয়ে খেলার বাধ্যবাধকতা নেই প্রস্তুতি ম্যাচে।
মাঠে ১১ জন খেলবেন, ব্যাটিংও করবেন ১১ জনই। তবে দলগুলো প্রস্তুতি ম্যাচে চাইলে বোলারদের ব্যাটিং না করিয়ে ব্যাটারদের ওই সুযোগ দিতে পারে। আবার কোন ব্যাটার আত্মবিশ্বাস পাওয়ার মতো রান করে চাইলে স্বেচ্ছায় ব্যাটিং ছেড়ে অন্যকে সুযোগ দিতে পারে।