২০ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার হলেন চারহত্যা মামলার আসামি
নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে চারজনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফজল হককে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল।
সোমবার (০২ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে র্যাব-৭ চট্টগ্রামের এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গণমাধ্যমকে তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ফজল হক। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর আফজলের মৃত মাহে আলমের ছেলে।
র্যাব জানায়, ২০০৩ সালের ১৭ এপ্রিল নোয়াখালী জেলার হাতিয়া থানার চর এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
আসামি ফজল হকের বক্তব্য অনুযায়ী, চর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ বাধলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে চারজনকে হত্যা করা হয়। এ ঘটনায় সেদিন নোয়াখালী জেলার হাতিয়া থানায় ৮জনের নামে একটি হত্যা মামলা দায়ের হয়।
মামলা দায়েরের পর থেকে বিভিন্ন সময়ে হত্যাকাণ্ডে জড়িত আসামিরা গ্রেপ্তার হলেও পলাতক ছিলেন প্রধান আসামি ফজল হক। এ মামলায় দাখিলকৃত চার্জশিটের পরিপ্রেক্ষিতে আদালত ফজল হককে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।