৯ বছরের দূরত্ব মিটিয়ে সালমানের বাড়িতে অরিজিৎ
দীর্ঘ ৯ বছর মুখ দেখাদেখি বন্ধ ছিল সালমান খান ও অরিজিৎ সিংয়ের। তবে অবশেষে বিরোধ ভুলে সালমান খানের বাড়িতে হাজির হলেন অরিজৎ।
বুধবার রাতে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন অরিজিৎ সিং। সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।
অরিজিৎ সিং-এর গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে বের হওয়ার সময় ধারন করা ভিডিওটি একটি ফ্যানক্লাবের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছে, ক্যাপশনে লেখা হয়েছে, অরিজিৎ সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে, কী ঘটতে চলেছে? শেষ পর্যন্ত সালমানের সঙ্গে দেখা যাবে বাংলার অরিজিৎ সিংকে?’
অরিজিৎ সিং গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়েছেন শুনেই ভক্তদের উৎসাহের শেষ নেই। সকলের মনেই প্রশ্ন তবে কি দূরত্ব ঘুচিয়ে একসঙ্গে আবার কাজ করবেন তারা? সালমান কি অরিজিতকে ক্ষমা করে দিয়েছেন? কারোর আবার প্রশ্ন, ‘এই ভিডিওটি নতুন নাকি পুরনো?’
বলিউড ভাইজান সালমান খান ও সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের দ্বন্দ্বের কথা কারো অজানা নয়। ২০১৪ সালের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থাপনা করছিলেন সালমান। যেখানে পুরস্কার পেয়েছিলেন অরিজিৎ। রেকর্ডিং থেকে সরাসরি হাজির হওয়ায় খুব সাধারণ পোশাকে চপ্পল পরে অ্যাওয়ার্ড নিতে মঞ্চে উঠেছিলেন অরিজিৎ। এসময়ে সালমান খোঁচা মেরে বলেন, ‘ঘুমিয়ে গিয়েছিলেন!’ উত্তরে অরিজিৎ বলেন, ‘আপনারাই তো ঘুম পাড়িয়ে দিলেন।’ এই রসিকতা ভালো লাগেনি সালমানের। এরপর অরিজিৎ-এর রেকর্ড করা গান সালমানের ছবি থেকে বাদ পড়ে।
এরপর থেকেই দুইজনের মধ্যে দ্বন্দ্বের শুরু। যদিও এ ঘটনার পরে সালমানের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করেছিলেন অরিজিৎ। কিন্তু সালমান সেই সুযোগ আর দেননি সংগীত তারকাকে।