আর্কাইভ থেকে উত্তর আমেরিকা

‘প্রেসিডেন্ট নির্বাচিত হলে হামাস সমর্থনকারী অভিবাসীদের নির্বাসনে পাঠাবো’

‘হামাস অন্তত ১৩০০ ইসরায়েলিকে হত্যা করেছে। আমি  দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে বিশ্বাস করে না এমন কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেবো না। হামাসকে প্রকাশ্যে সমর্থন জানানো অভিবাসীদের গ্রেপ্তার ও যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার পদক্ষেপ নিবো।’ বললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার (১৬ অক্টোবর) আইওয়াতে প্রচারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। হামাসের হামলার পর গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে যারা যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে অংশগ্রহণ করেছে তাদের গ্রেফ্তারেরও দাবি জানান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এসময় প্রতিশ্রুতি দেন,  প্রেসিডেন্ট নির্বাচিত হলে হামাসকে প্রকাশ্যে সমর্থন জানানো অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার পদক্ষেপ নেবেন।ট্রাম্প আরো জানান,যদি প্রেসিডেন্ট হতে পারে সন্ত্রাসবাদে জর্জরিত দেশগুলোর মানুষের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করবে তাঁর প্রশাসন।

ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় তার প্রশাসন কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিলেন। তবে আদালত এ পদক্ষেপে বাধা দেন। পরবর্তীকালে জো বাইডেন প্রেসিডেন্ট হয়ে ট্রাম্পের ওই নীতি বাতিল করে দেন।

এদিকে ১০ দিন পেরিয়ে গেলেও শান্তি ফেরেনি ফিলিস্তিনের গাজা উপত্যকায়। গত শনিবার (৭ অক্টোবর) অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাস। টানা ১০ দিনের ইসরায়েলি বিমান হামলায় গাজায় এখন পর্যন্ত ২ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ হাজার ৮৫৯ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন