আর্কাইভ থেকে বাংলাদেশ

পাকিস্তান-অস্ট্রেলিয়ার জয়-পরাজয়ের পরিসংখ্যান

ওয়ানডে ও বিশ্বকাপ পরিসংখ্যান অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে জয়ের পাল্লা ভারী অস্ট্রেলিয়ারই। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হ্যাট্টিক জয়ের সুযোগ অস্ট্রেলিয়ার সামনে। সর্বশেষ দুই বিশ্বকাপ ২০১৫ ও ২০১৯ সালে পাকিস্তানকে হারিয়েছিলো অস্ট্রেলিয়া। ২০১৫ সালে অ্যাডিলেডে ৬ উইকেটে এবং ২০১৯ সালে টনটনে ৪১ রানে জিতেছিলো অসিরা।

হ্যাট্টিক জয়ের লক্ষ্য নিয়ে আজ ব্যাঙ্গালুরুর এম চিন্মাস্বামী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মঞ্চে ১০বারের দেখায় অস্ট্রেলিয়ার জয় ৬টিতে এবং পাকিস্তানের জয় ৪টিতে।

সব মিলিয়ে এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৭ ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। জয়ের পাল্লা ভারী অস্ট্রেলিয়ার দিকেই। ৬৯ ম্যাচে জয় আছে অসিদের। পাকিস্তানের জয় ৩৪টিতে। ১টি ম্যাচ টাই ও ৩টি পরিত্যক্ত হয়।

অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সর্বশেষ ১০ লড়াই :

২৬-০১/২০১৭ : অস্ট্রেলিয়া ৫৭ রানে জয়ী, অ্যাডিলেড

২২-০৩-২০১৯ : অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী, শারজাহ

২৩-০৩-২০১৯ : অস্ট্রেলিয়া উইকেটে জয়ী, শারজাহ

২৭-০৩-২০১৯ : অস্ট্রেলিয়া ৮০ রানে জয়ী, আবুধাবি

২৯-০৩-২০১৯ : অস্ট্রেলিয়া ৬ রানে জয়ী, দুবাই

৩১-০৩-২০১৯ : অস্ট্রেলিয়া ২০ রানে জয়ী, দুবাই

১২-০৬-২০১৯ : অস্ট্রেলিয়া ৪১ রানে জয়ী, টনটন

২৯-০৩-২০২২ : অস্ট্রেলিয়া ৮৮ রানে জয়ী, লাহোর

৩১-০৩-২০২২ : পাকিস্তান ৬ উইকেটে জয়ী, লাহোর

০২-০৪-২০২২ : পাকিস্তান ৯ উইকেটে জয়ী, লাহোর

সব মিলিয়ে ১০৭বার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া :

অস্ট্রেলিয়া জয়ী : ৬৮ ম্যাচে

পাকিস্তান জয়ী : ৩৪ ম্যাচে

টাই : ১টি

পরিত্যক্ত : ৩টি

এ সম্পর্কিত আরও পড়ুন