আর্কাইভ থেকে ফুটবল

‘সিরাপ’ খাওয়ায় নিষিদ্ধ আর্জেন্টাইন ফুটবলার

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার পাপু গোমেজ ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় দুই বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছেন।  শুক্রবার (২০ অক্টোবর) স্প্যানিশ সংবাদমাধ্যম রেলেভোর খবরে এ তথ্য জানানো হয়।

৩৫ বছর বয়সী এই উইঙ্গার বর্তমানে খেলেন ইতালিয়ান ক্লাব মোনৎসায়।  গত নভেম্বরে বিশ্বকাপ খেলার সময় তিনি ছিলেন সেভিয়ায় ফুটবলার।  বিশ্বকাপ শুরুর কয়েক দিন আগে অসুস্থ বোধ করায় ছেলের সিরাপ খেয়েছিলেন বলে দাবি করেছেন গোমেজ।

তবে এটি খাওয়ার বিষয়ে তিনি চিকিৎসকের পরামর্শ নেননি। ওই সিরাপ খেলোয়াড়দের জন্য নিষিদ্ধ ওষুধের তালিকার অন্তর্ভুক্ত। ক্লাব চিকিৎসকের অনুমোদন ছাড়া ওষুধ খাওয়ার সুযোগ না থাকলেও সেভিয়া এ নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। পাপু গোমেজকে বিশ্বকাপ খেলার জন্য ছাড়াও হয়।

মার্কার খবরে বলা হয়, ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ উয়েফার পক্ষ থেকে কয়েক মাস আগেই এ বিষয়ে গোমেজ ও সেভিয়ার সঙ্গে যোগাযোগ করেছে। তবে শাস্তির খবরটি এসেছে চলতি সপ্তাহে।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন