আর্কাইভ থেকে বাংলাদেশ

পশ্চিমবঙ্গে ১৭০ ফুট উচ্চতার পূজামণ্ডপ!

দুর্গাপুজা সনাতন বাঙালিদের সবচেয়ে আনন্দের সময়। পূজা মানেই ৪-৫ দিনের বাঁধন ছাড়া খুশি, গল্প, আড্ডা, খাওয়া-দাওয়া ও ঠাকুর দেখা। দূর্গা পূজার সময় কলকাতাকে বলা হয়, মণ্ডপের নগরী। শহরের অলি-গলিতে পূজা মণ্ডপের ছড়াছড়ি। এসব মণ্ডপ দেখতে যেমন বর্ণিল ও আকর্ষনীয়, তেমনি ব্যয়বহুল। এবছর সেখানকার বেশ কয়েকটি পূজা মণ্ডপ আলোচনায় উঠে এসেছে।

কল্যাণী লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপ: গতবছর মালয়েশিয়ার টুইন টাওয়ারের আদলে মণ্ডপ তৈরি করে হইচই ফেলে দিয়েছিল নদিয়ার কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব। এবার তারা মণ্ডপ তৈরি করেছে চিনের ম্যাকাওয়ের গ্র্যান্ড হোটেল ক্যাসিনো লিসবোয়ার আদলে। প্যান্ডেলের উচ্চতা দেড়শো ফুটের বেশি। হোটেল ক্যাসিনোর মধ্যে চার ছেলে মেয়ে নিয়ে মা দুর্গার অবস্থান। প্রতিমার গলায় সাড়ে ৬ কেজি স্বর্ণ ও হীরার অলঙ্কার। দেখতে যেমন স্নিগ্ধ, তেমনই রাজকীয়। সবচেয়ে বেশি নজর কেড়েছে মন্ডপের চোখ ধাঁধানো আলোক সজ্জা।  দর্শনার্থীদের তাক লাগাচ্ছে কাঁচের উপর সূক্ষ্ম কারুকাজ। মণ্ডপটি সাজাতে ব্যয় হয়েছে ৫০ লাখ রুপিরও বেশি।

কল্যাণীর রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপ: নদিয়া জেলার কল্যাণীর রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজাও খুবই জনপ্রিয়। এই বছর ৬০ তম বর্ষে তাদের নিবেদন বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। মণ্ডপটির উচ্চতা প্রায় ১৭০ ফুট। আয়োজকদের দাবি, শুধু নদিয়া নয়, গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যেই এটি চলতি বছরের সবচেয়ে উুঁচু মণ্ডপ। এর মূল কাঠামো বাঁশের তৈরি। সঙ্গে ব্যবহার হয়েছে কাচ-সহ বিভিন্ন উপাদান। পূজার মণ্ডবের পেছনে খরচ হয়েছে প্রায় ৫০ লাখ রুপী।

 

তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপ: উত্তর ২৪ পরগনার আগরপাড়ার এই পুজা এই বছর ৮৪ তম বর্ষে পদার্পণ করছে। এই বছর কমিটির ভাবনায় ছিলো 'বর্ণময় বেনারস'। পুজোর বিশেষ আকর্ষণ লাইভ আরতি। মার্বেলের প্রতিমা ও সোনার গয়না।

আচার্য প্রফুল্ল চন্দ্র সমবায় লিমিটেড এর পূজা মণ্ডপ:উত্তর ২৪ পরগনার হাওড়ার অন্যতম প্রাচীন এই আচার্য প্রফুল্ল চন্দ্র সমবায় লিমিটেডের পুজা। এই বছর তাদের থিম ডিজনিল্যান্ড। উদ্যোক্তরা জানিয়েছেন, মূলত শিশুদের কথা মাথায় রেখেই এই থিমে মন্ডপটি নির্মাণ করা হয়েছে।

এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘের পূজা মণ্ডপ:দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর এলাকার এই পূজা এবার ৭৭ তম বর্ষে পদার্পণ করছে। সত্যজিৎ রায়কে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এবার তাদের থিম 'মহারাজা তোমারে সেলাম'।

হাওড়া জাতীয় সেবাদলের পূজামণ্ডপ: হাওড়া অন্যতম প্রাচীন পুজো উদ্যোক্তা এই কমিটি। এই বছর অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে হাওড়া জাতীয় সেবাদলের মণ্ডপ। তবে মণ্ডপটিতে  প্রতিমার সাজ থেকে পুজার সব আয়োজনে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া।

কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপ: হুগলির চুঁচুড়ার এই পুজার সুনাম বিগত কয়েক বছর ধরেই জেলার গণ্ডি পেড়িয়ে গেছে। চতুর্থী-পঞ্চমী এই মণ্ডপে থেকেই ভিড় শুরু হয়। এবার তাদের ভাবনা 'একালে সেকাল'।

এছাড়াও হুগলির শ্রীরামপুর এলাকার ৫ ও ৬-এর পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পূজার মণ্ডপ, একই এলাকার শ্রীরামপুর ৮-এর পল্লীর তৈরি পূজা মণ্ডপ দেখতে ভীড় করছে অনেকেই।

এ সম্পর্কিত আরও পড়ুন