পাকিস্তানকে ৬২ রানে পরাজিত করলো অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার রানের পাহাড় টপকাতে হলে বিশ্বরেকর্ডই গড়তে হত পাকিস্তানের। কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৫ রান তাড়া করে জয়ের সুখস্মৃতি আশাও জাগিয়েছিল। লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে ইমাম আর আব্দুল্লাহ শফিকের দূর্দান্ত ব্যাটিংয়ে আশাও জাগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে হারাতে পারল না বাবর আজমরা।
শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার করে ৩৬৮ রান। জবাবে করতে গিয়ে ৩০৫ রানেই অলআউট হয়ে যায় বাবর আজমরা। এতে ৬২ রানের পরাজয় বরণ করল ম্যান ইন গ্রিনরা।